একগুচ্ছ শর্ত তৈরি করে কাজ শুরু কলকাতা বিমানবন্দরে

চতুর্থ দফার লকডাউনের মধ্যে আন্তঃরাজ্য বিমান চলাচল শুরু হওয়ার ইঙ্গিত সর্বত্র। কলকাতা বিমানবন্দরে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। কর্মীরা কাজে যোগ দিয়েছেন। সর্বত্র চলছে স্যানিটাইজেশনের কাজ। কলকাতা বিমানবন্দরের ম্যানেজার জানিয়েছেন, বিমান চালু হলে কী কী নিয়মে চলতে হবে তার একটি তালিকা তৈরি হয়েছে।

১. ই-টিকিট স্বাগত

২. যাত্রীকে নিজেকেই ই-চেকিং করতে হবে

৩. বোর্ডিং পাসে বিমানবন্দরের কর্মীরা হাত দেবেন না। জেনারেট হয়ে সরাসরি যাত্রী নিয়ে নেবেন

৪. যাত্রীদের লাগেজ স্যানিটাইজ করে চেকিং করা হবে

৫. মাস্ক ও স্যানিটাইজার যাত্রীদের কাছে রাখা বাধ্যতামূলক

৬. যাত্রীরা ৩৫০ মিলিলিটার সর্বোচ্চ পরিমাণ স্যানিটাইজার রাখতে পারবেন

৭. বিমানের মাঝখানের আসন খালি রাখা হবে

৮. যাত্রীদের মধ্যে অন্তত ৪ফুট দূরত্ব রাখতে হবে

৯. বিমানবন্দর ও এয়ারলাইন্সের কর্মীরা মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস ব্যবহার করছেন।

১০. বিমানে পিছনের আসনের সারি ফাঁকা রাখা হবে ইমার্জেন্সির কথা মাথায় রেখে

১১. প্রত্যেক যাত্রীর মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড থাকা বাধ্যতামূলক

Previous articleপ্রশাসকে তৃণমূলকে মেনেও প্রশ্ন জয়নগরের সুজিতের
Next article“শচিনকে আউট করলেও ভয়ে আম্পায়ার আউট দেননি” : ডেল স্টেন