পোর্ট ট্রাস্টের হাসপাতলে ১১জন করোনায় আক্রান্ত

নতুন চেহারায় আজ, সোমবার যখন পিয়ারলেস হাসপাতাল খুলছে, ঠিক তখনই শহরে তারাতলায় পোর্ট ট্রাস্টের হাসপাতালে করোনার হামলা। এক সঙ্গে ১১ জনের সংক্রামিত হয়েছেন বলে খবর। দ্রুত সেখানে স্যানিটাইজেশনের কাজ হবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ওই হাসপাতালের ৩ জন নার্স ও ৩ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। হাসপাতালে থাকা একজন রোগী আক্রান্ত, এবং ওই রোগীর ৪ জন আত্মীয় আক্রান্ত। সব মিলিয়ে আক্রান্ত ১১। ফলে পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষ কোনওরকম বিপদ আর না বাড়িয়ে হাসপাতালের ইমার্জেন্সি কাজ অব্যাহত রেখেএ স্যানিটাইজেশনের কাজ শুরু করতে চাইছে।