মোদির সঙ্গে বৈঠক: আমফান মোকাবিলায় তৈরি 24টি বিপর্যয় মোকাবিলা দল

আমফান মোকাবিলায় তৈরি 24টি বিপর্যয় মোকাবিলা দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকে জানালো জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘূর্ণিঝড় আমফান সুপার সাইক্লোনে পরিণত হতে পারে বলে আশঙ্কা। তার মোকাবিলায় গৃহীত ব্যবস্থা পর্যালোচনা করতে সোমবার বিকেল 4টে থেকে উচ্চপর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অফিস সূত্রে খবর, পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খবর নেন মোদি। যে সব অঞ্চলের ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস, সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার বিষয় এনডিআরএফের গৃহীত পদক্ষেপের পর্যালোচনা করা হয়। বৈঠকে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, 24 টি দল ওইসব অঞ্চলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তৈরি তারা।

Previous articleবেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসা খতিয়ে দেখতে কমিটি
Next article“ব্যাগ হাতে আসুন একা, সবজি বাজারে লাগবে না টাকা”! যাদবপুরে বামেদের অভিনব কর্মসূচি