ডাক্তারের পরামর্শ ছাড়া হাইড্রোক্সেক্লোরোকুইন খেতে নিষেধ করলো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

চিকিৎসকের নির্দেশ বা পরামর্শ ছাড়া হাইড্রোক্সেক্লোরোকুইন বা HCQ ওষুধ খেতে দেশের মানুষকে নিষেধ করলো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷ মন্ত্রকের এক টুইটে বলা হয়েছে,”হাইড্রোক্সেক্লোরোকুইন (HCQ) একটি প্রেসক্রিপশন-ওষুধ এবং এটি চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় কখনই৷”

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এই টুইটের সঙ্গেই দেওয়া হয়েছে একটি ভিডিও, সেখানে AIIMS-এর ডিরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়া-সহ দেশের একঝাঁক বিশিষ্ট চিকিৎসক, নিজের ইচ্ছানুসারে বা চিকিৎসক ছাড়া অন্য কারো পরামর্শে হাইড্রোক্সেক্লোরোকুইন খেতে নিষেধ করেছেন৷ এর ফলে অন্য দুরারোগ্য রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রবল৷ হার্টের বড় সমস্যাও দেখা দিতে পারে৷ বলেছেন, চিকিৎসকের নির্দেশ ছাড়া একদমই এই বিশেষ ওষুধটি খাওয়া উচিত নয়৷

 

Previous articleমেয়াদ উত্তীর্ণ 7 পুরসভায় প্রশাসক নিয়োগ করল সরকার
Next articleমুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যে আটকে থেকে বিহারের পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরালো স্বেচ্ছাসেবী সংগঠন