পাঁচ দিন ধরে অর্থমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার যা যা বললেন বা দিলেন তা আসলে রসগোল্লা। এইভাবেই প্রধানমন্ত্রীর ২০ লক্ষ কোটির প্যাকেজকে বর্ণনা করলেন মুখ্যমন্ত্রী। যা চেয়েছিলাম তার ০.৫% শতাংশ পেয়েছি। তাহলে বুঝতে পারছেন। আর আমরা পেলাম চার দিনে চার রকম বিবৃতি। সেই সঙ্গে কেন্দ্র কিছু শর্ত দিয়েছে। যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে লঙ্ঘন করে। আমরা তো এটা মেনে নেব না। কেন্দ্র যা দিয়েছে তা না রসগোল্লা না জিলিপি। আসলে কাঁচকলা।
