ঘোলা জলে মাছ ধরবেন না, ২ সপ্তাহের মধ্যে সব পরিযায়ীরা ঘরে ফিরবেন : মুখ্যমন্ত্রী

পরিযায়ীদের নিয়ে ট্রেন আসা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সোমবার নবান্নে বলেন ১৫টি ট্রেন ইতিমধ্যে চলে এসেছে। বাংলার লোকেরাই সারা ভারতে রয়েছে এমন পরিসংখ্যান মোটেই ঠিক নয়, জানালেন মুখ্যমন্ত্রী। কয়েক হাজার মানুষ ট্রেনে করে এরাজ্যে এসেছেন। বাসে করে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। যারা ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন তারা এসব করবেন না। তাতে ক্ষতি হবে রাজ্যের। ১৫টি ট্রেন এসছে। ১০০টি ট্রেনের কথা হয়ে রয়েছে। এছাড়া আমরা চেয়ে রেখেছি এছাড়াও আরও ১২০টি ট্রেন চেয়ে রেখেছি। অন্য রাজ্য থেকে আমরা পরিযায়ীদের নিয়ে আসছি। তাহলে আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যের শ্রমিকদের কেন সেই রাজ্য নিয়ে যাবে না? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। আগামী দুই সপ্তাহের মধ্যে এই ট্রেনগুলিতে করে কয়েক লক্ষ মানুষ চলে আসবেন বলে মুখ্যমন্ত্রী জানান।

Previous articleকন্টেইনমেন্ট জোনকে তিন ভাগে ভাগ করলেন মুখ্যমন্ত্রী
Next articleসব বড় দোকান খুলে যাবে ২১তারিখ থেকে