Saturday, August 23, 2025

উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী

Date:

এখনও বাকি রয়েছে উচ্চ মাধ্যমিকের তিন দিনের পরীক্ষা। সেই পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, বাকি পরীক্ষাগুলো শেষ হওয়ার এক মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা হবে। তিনি বলেন, “যে পরীক্ষাগুলি হয়ে গিয়েছে তার নম্বর সংগ্রহের কাজ শুরু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যে পরীক্ষা বাকি রয়েছে তা শেষ হওয়ার এক মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা করব।”

করোনা সংক্রমণ এবং লকডাউনের ফলে তিন দিনের পরীক্ষা স্থগিত হয়ে যায়। যার মধ্যে রয়েছে ফিজিক্স, নিউট্রেশন,এডুকেশন, অ্যাকাউন্টেন্সি,কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন,সংস্কৃত, পার্শিয়ান,অ্যারাবিক,ফ্রেঞ্চ, স্ট্যাটিসটিকস,ভূগোল,কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন,হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট এর মত বিষয়গুলি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন উচ্চ মাধ্যমিকের বাকি বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে জুন মাসে। তবে নির্ঘণ্ট প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ১০ জুন পর্যন্ত রাজ্যের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলি বন্ধ থাকবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শিক্ষা মহলের একাংশের মতে, স্কুল খুললেই উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা হবে।

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version