শিলিগুড়ি: বোর্ডে কংগ্রেস না থাকায় আক্ষেপ নেই, মন্তব্য শংকর মালাকারের

শিলিগুড়ি পুরনিগমের বোর্ড গঠনের সময় কংগ্রেসের সমর্থন নিয়েছিল বামেরা। কিন্তু বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর যখন প্রশাসকমণ্ডলী গঠন হয় তখন আর কংগ্রেসকে রাখা হয়নি। এই নিয়ে জোর জল্পনা শুরু হয় শহরজুড়ে। যদিও তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেনি কংগ্রেস। উল্টে রাজ্য সরকারের মনোনীত বোর্ডে না থাকায় তাঁদের কোনও আক্ষেপ নেই বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা দার্জিলিং জেলার সভাপতি শংকর মালাকার। তিনি বলেন, “আমরা বাইরে থেকে সমর্থন করেছিলাম বোর্ড গঠনের জন্য, যাতে শিলিগুড়ির মানুষ বিপাকে না পড়েন। তারপর প্রশাসকমণ্ডলীতে আমরা না থাকায় বিন্দুমাত্র আক্ষেপ নেই। কারণ সরকারের অধীনে আমরা থাকতে চাই না”। শুধু তাই নয়, এরপরে আবার নির্বাচন হলে তৃণমূলের বিরুদ্ধে জোটবদ্ধ হয়েই লড়বেন বলে জানান তিনি। এই সময় সকলকে করোনার বিরুদ্ধে লড়তে হবে বলে মন্তব্য করেন শংকর মালাকার। তাঁরা প্রশাসক বোর্ডকেও সহযোগিতা করবেন বলেও জানান তিনি।

এ বিষয়ে প্রশাসক অশোক ভট্টাচার্য বলেন, কংগ্রেস কোনও সময় উপেক্ষিত ছিল না। এই বোর্ড আইন অনুযায়ী হয়েছে।অন্যান্য জায়গায় যেভাবে বোর্ড গঠন হয়েছে সেই নিয়মেই এই বোর্ড গঠন হয়েছে। “কংগ্রেস কাউন্সিলরদের নিয়েই আমরা বোর্ড চালাব” বলে জানান অশোক ভট্টাচার্য। নির্বাচনে জোট হবে কি না সেটা দল সিদ্ধান্ত নেবে। তাঁরা জোট চান বলে মন্তব্য করেন এই বর্ষীয়ান সিপিআইএম নেতা।

Previous articleশ্রমিক স্পেশাল ট্রেনের জন্য গন্তব্য রাজ্যের অনুমতি লাগবে না! নয়া নির্দেশিকা রেল মন্ত্রকের
Next articleআমফান মোকাবিলায় প্রস্তুত হচ্ছে হুগলি