কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, মত তালিবানের

কাশ্মীর নিয়ে তালিবানদের অবস্থান বরাবরই সন্দেহজনক। উপত্যকায় পাক মদতপুষ্ট জঙ্গিদের তালিবানরা ইন্ধন জুগিয়েছে বলে বারবার অভিযোগ উঠেছে। কিন্তু তালিবানদের বক্তব্য, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং তাতে নাক গলাতে চান না তারা। তাদের এই অবস্থানে অবাক গোটা বিশ্ব।

তালিবানদের রাজনৈতিক শাখা ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তানের মুখপাত্র সুহেল শাহিন মঙ্গলবার একটি টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, “কাশ্মীরের সঙ্গে তালিবান-যোগ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম প্রচার করছে তা ভুল। কোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না তালিবান।”

প্রসঙ্গত, বহুবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে এসেছে তালিবানরা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে নারাজ। তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাইদ মনে করেন কাশ্মীর সমস্যা সমাধান না হলে এই সমীকরণ সহজ হবে না। কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। সেই বিষয়ে কিছুই বলার নেই বলে স্পষ্ট করেছে তালিবান।

Previous articleউচ্চ মাধ্যমিকের সম্ভাব্য নির্ঘণ্ট প্রকাশ
Next articleঅপরিচ্ছন্ন কোয়ারেন্টাইন সেন্টার, ক্ষোভ দিনহাটায়