প্রায় বিদ্যুৎহীন কলকাতা, ওল্টালো যাত্রীবাহী গাড়ি, হরিণের সিংয়ে ভাঙা গাছের ডাল!

কলকাতা কাঁপছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে। একের পর এক গাছে পড়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। ফলে কলকাতার বিস্তৃর্ণ এলাকা বিদ্যুৎহীন। অন্ধকারে ডুবে মধ্য কলকাতা এবং উত্তর কলকাতা। মিলেনিয়াম পার্কের কাছে যাত্রী বোঝাই একটি গাড়ি উল্টে যায়। বেশ কিছু মানুষ আহত হন। স্থানীয় মানুষই তাদের উদ্ধার করেন।একইভাবে ঝড়ে গাছ ভেঙে চিড়িয়াখানায় হরিণের সিংয়ে আটকে যায়।

সদা সতর্ক কলকাতা পুর প্রশাসক ফিরহাদ হাকিম জানান, গাছ পড়ে গিয়ে রাস্তা আটকে যাচ্ছে। বিদ্যুতের পোলও পড়ছে। আপাতত দুর্ঘটনা এড়াতে লাইনগুলি বিদ্যুৎহীন করা হয়েছে। তাণ্ডব কমলে কর্মীরা রাস্তায় নামবেন। নইলে প্রাণহানির সম্ভাবনা রয়েছে, জানান তিনি।

Previous articleরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়ালো
Next articleসাম্প্রতিক ইতিহাসের ভয়ঙ্করতম ঝড় দেখছে কলকাতা