সাম্প্রতিক ইতিহাসের ভয়ঙ্করতম ঝড় দেখছে কলকাতা

এতকাল ঝড় মূলত উপকূলে তান্ডব করত। কলকাততে দুএকবার হলেও মনের মধ্যে সেই ভয় ধরায়নি। বুধবার আমফান যা দেখাচ্ছে, তা কলকাতার বহু মানুষের কাছে প্রথমবার। বাতাসের গর্জন আর ধাক্কা প্রাণে ভয় ধরিয়েছে শহরবাসীর। গাছ, খুঁটি পড়া চলছে। বিদ্যুৎ বহু এলাকায় নেই। সমানে চলছে বৃষ্টি। কিন্তু আসল ভয় বাড়াচ্ছে ঝড়। ঘন্টাখানেক হয়ে গিয়েছে, প্রবল ঝড় চলছে। কলকাতা শহরের হাল যদি এই হয়, জেলায় আর গ্রামে পরিস্থিতি কতটা ভয়াবহ, বোঝাই যাচ্ছে।

 

Previous articleপ্রায় বিদ্যুৎহীন কলকাতা, ওল্টালো যাত্রীবাহী গাড়ি, হরিণের সিংয়ে ভাঙা গাছের ডাল!
Next articleকরোনার জের: ২০২০-২১ শিক্ষাবর্ষ অনলাইনে, সিদ্ধান্ত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের