আমফান : প্রতি ঘণ্টার আপডেট

আমফান : রাত ১১টার আপডেট

• আমফানের তাণ্ডবে রাজ্যে 10 থেকে 12 জনের মৃত্যুর আশঙ্কা: মুখ্যমন্ত্রী

• দুই 24 পরগনা ধ্বংস হয়ে গিয়েছে, বাড়ি, বাঁধ ভেঙে গিয়েছে, ক্ষেত ভেসে গিয়েছে: মমতা

• দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমার জি প্লট, সাগরের মৌসুনি আইল্যান্ড, নামখানা, ক্যানিংয়ে মাতলা নদীর উপর, পূর্ব মেদিনীপুরের জেলিংহাম, উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের বিভিন্ন জায়গায় বাঁধের আংশিক ভেঙেছে

• বিভিন্ন জায়গায় সেতু ভেঙে গিয়েছে

• রাজ্যের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত

• দুই 24 পরগনার অনেক এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

• কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ব্যাহত মোবাইল পরিষেবা

• দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত

• রাজ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে বৃহস্পতিবার নবান্নে টাস্কফোর্সের বৈঠক

আমফান : রাত ১০টার আপডেট

• কলকাতা দিয়ে বইছে আরফানের লেজ

• ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় 105-110 কিলোমিটার

• ক্রমশ পূর্ব দিকে সরে যাচ্ছে আমফান

• বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুৎহীন

• কলকাতায় সর্বোচ্চ 133 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে আমফান বয়ে গিয়েছে সন্ধে সাতটা কুড়ি মিনিট নাগাদ

• আমফানের দাপটে রাতভর বৃষ্টির পূর্বাভাস

• দক্ষিণবঙ্গে ঝড়ের দাপটের পরে শুরু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত

• কলকাতার বিভিন্ন রাস্তায় বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে পড়ার পাশাপাশি, রাজপথে উপরে গিয়েছে ট্রাফিক সিগন্যালের পোস্টও

আমফান : রাত ৯টার আপডেট

• কলকাতায় ফের শুরু আমফানের তাণ্ডব

• ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় 105-110 কিলোমিটার

• বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুৎহীন

• কলকাতায় সর্বোচ্চ 133 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে আমফান বয়ে গিয়েছে সন্ধে সাতটা কুড়ি মিনিট নাগাদ

• আমফানে দাপট রাত সাড়ে ন’টা পর্যন্ত চলবে বলে পূর্বাভাস

• দক্ষিণবঙ্গে ঝড়ের দাপটের পরে শুরু হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত

• কলকাতার বিভিন্ন রাস্তায় বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে পড়ার পাশাপাশি, রাজপথে উপরে গিয়েছে ট্রাফিক সিগন্যালের পোস্টও

আমফান : রাত ৮টার আপডেট

• কলকাতায় সর্বোচ্চ ১৩০কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বইল আমফান

• আমফানে দাপট রাত সাড়ে ন’টা পর্যন্ত চলবে বলে পূর্বাভাস

• দক্ষিণবঙ্গে ঝড়ের দাপটের পরে শুরু হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত

• কলকাতার প্রত্যেক রাস্তায় উপড়ে পড়েছে গাছ, বিদ্যুতের খুঁটি

• মহানগরের বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুৎহীন

• পশ্চিম মেদিনীপুরে ১২টি সাব স্টেশনে বিদ্যুৎ বিভ্রাটের জেরে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন-১ ও ২ ব্লক, নারায়ণগড়, ডেবরা সহ ৫টি ব্লক এবং চন্দ্রকোনা টাউন বিদ্যুৎহীন রয়েছে

• সাগরদ্বীপে আমফানের তাণ্ডবে ভেঙে পড়েছে অসংখ্য কাঁচা বাড়ি। উপড়ে গিয়েছে গাছ ও বিদ্যুতের খুঁটি

• আপাতত কলকাতায় ঝড়ের দাপট কিছুটা কমলেও, বেড়েছে বৃষ্টির তীব্রতা

• ফের একবার ঝড়ের গতিবেগ বৃদ্ধির আশঙ্কা

আমফান : সন্ধ্যা ৭টার আপডেট

১.গঙ্গায় জলোচ্ছ্বাস, উচ্চতা ১০-১২ ফুট

২.পশ্চিম মেদিনীপুরে বিদ্যুৎ বিভ্রাট৷ ১২টি সাব স্টেশনে বিদ্যুৎ বিভ্রাটের জেরে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন-১ ও ২ ব্লক, নারায়ণগড়, ডেবরা সহ ৫টি ব্লক এবং চন্দ্রকোনা টাউন বিদ্যুৎহীন রয়েছে বিদ্যুৎ দপ্তর জানিয়েছে, প্রায় ৬’লক্ষ গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ নেই।

৩. সাগরদ্বীপে ধ্বংসলীলা৷ প্রায় দু’ঘণ্টার তাণ্ডবে খণ্ডহর গোটা সাগরদ্বীপ। ভেঙে পড়েছে কয়েকশো কাঁচা বাড়ি। রাস্তায় উল্টে রয়েছে গাছ। রাস্তার উপর গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে অবরুদ্ধ সাগরদ্বীপ। প্রথম দফায় টানা ঝোড়ো হাওয়া ছোটার পর আধ ঘণ্টা মতো পরিবেশ কিছুটা শান্ত হয়েছিলো৷ ফের নতুন করে তাণ্ডব শুরু হয়েছে।

৪.কার্যত ঝড়ের তাণ্ডব চলছে উত্তর ২৪ পরগনায়৷ জেলাজুড়ে ব্যাপক ঝড়বৃষ্টি। বসিরহাটের সুন্দরবন লাগোয়া হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি এলাকায় প্রচুর গাছ, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। বিভিন্ন নদী বাঁধ উপচে জল ঢুকতে শুরু করেছে গ্রামে৷

৫. সাগরদ্বীপে ক্ষতিগ্রস্ত হল কচুবেড়িয়া জেটি

৬. সাগরে দ্বিতীয় দফার ঝড় শুরু৷ দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

৭. কলেজ স্ট্রিটে গাছ উপড়ে বন্ধ বিধান সরণী

আমফান : সন্ধ্যা ৬টার আপডেট

১. কলকাতায় ১০৫ কিমি বেগে ঝড়। সর্বোচ্চ ১৩০কিমি পৌঁছবে। চলবে প্রায় রাত সাড়ে ন’টা অবধি

২. দক্ষিণ-পশ্চিম কলকাতা জুড়ে শুরু পরে পূর্ব দিকে সরে যাবে

৩. আজ, ২০মে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। ২১শে থেকে গোটা উত্তরবঙ্গে বৃষ্টি

৪. ২২মে, শুক্রবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে

৫. নবান্নে কন্ট্রোল রুমে তদারকিতে মুখ্যমন্ত্রী

৬. কলকাতার রাস্তায় উপড়ে পড়ল গাছ, বিদ্যুতের খুঁটি, টেলিফোন পোস্ট

৬. সাগরদ্বীপে আছড়ে পড়েছে আমফান। ঝড়ের গতিবেগ ঘন্টায় ১৬০-১৭০ কিলোমিটার

৭. আয়লার থেকে অনেক শক্তিশালী আমফান

৮. দুই ২৪ পরগণায় ব্যাপক ক্ষয়ক্ষতি

৯. মিনাখাঁ, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, হাড়োয়া সহ আশপাশের এলাকায় কমপক্ষে ৫,২০০টি মাটির বাড়ি ভেঙেছে: উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন

১০.উলুবেড়িয়ার বাউড়িয়া থানা ঘাটের কাছে বাঁধে ফাটল৷ জল ঢুকছে গ্রামে

১১. কোন জেলায় কত ক্ষয়ক্ষতি, আগামীকালের মধ্যে রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

১২. ভেঙে গেল মাতলা নদীর বাঁধ৷ নদীর উপর ব্রিজ তৈরি করার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

১৩.কলকাতায় এই মুহুর্তে ঝড়ের গতিবেগ ১১২ কিমি

আমফান : বিকেল ৫টার আপডেট

১. সুন্দরবনে ১৯০ কিমি গতি আমফানের

২. কলকাতায় ঝড়ের গতি ঘন্টায় ১০৫ কিমি

৩. সাগরদীপ থেকে ৩৫ কিমি ও দিঘা থেকে ৬৫ কিমি দূরে আমফান

৪. নবান্নে কন্ট্রোল রুমে তদারকিতে মুখ্যমন্ত্রী

৫. কলকাতার রাস্তায় উপড়ে পড়ল গাছ, বিদ্যুতের খুঁটি, টেলিফোন পোস্ট

৬. কলকাতা থেকে ৫০কিমি দূরে আমফান

• উপকূলবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড়ের গতিবেগ ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা

• দক্ষিণ ২৪ পরগনায় এই মুহূর্তে ১৩০ কিলোমিটার বেগে বইছে ঘূর্ণিঝড়

• ১০৫ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে কলকাতায় শুরু প্রবল বৃষ্টি

• কলকাতার বিভিন্ন জায়গা- সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড-সহ বিভিন্ন জায়গা জলমগ্ন

• গঙ্গায় জোয়ারের কারণে জল সরতে সময় নেবে বলে জানিয়েছে পুরসভা

• মহানগরের বিভিন্ন জায়গায় উপরে পড়েছে গাছ, বিদ্যুতের খুঁটি

• হলদিয়ার বিভিন্ন জায়গায় উপড়ে পড়েছে বড় গাছ

• দিঘায় বিভিন্ন হোটেলের কাচ ভেঙে পড়েছে

• দিঘা থেকে ৬৫ কিলোমিটার দূরে আমফান

• সাগর থেকে ৩৫ কিলোমিটার দূরে আপাতত অবস্থিত আমফান

• সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প বাঁচাতে প্রাণের ঝুঁকি নিয়ে পাহারায় বনকর্মীরা

• দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই ৭ জেলায় বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে৷

• দুই ২৪ পরগনায় ঢেউয়ের উচ্চতা ৪ থেকে ৫ মিটার হওয়ার সম্ভাবনা

• বৃহস্পতিবার নদিয়া এবং মুর্শিদাবাদ জেলা ছুঁয়ে বাংলাদেশে প্রবেশ করবে৷

• নদিয়া ও মুর্শিদাবাদে ঝড়ের গতিবেগ থাকবে প্রতি ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিমি৷

• বুধবার রাত থেকে উত্তরবঙ্গের ৩ জেলা- মালদহ ও দুই দিনাজপুরে বৃষ্টি হবে।

• বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে প্রবেশ করবে আমপান।

• বাংলাদেশে যাবে গভীর নিম্নচাপ হিসেবে।

• গভীর নিম্নচাপের প্রভাবে বাংলাদেশে বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া থাকবে।

• দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী অঞ্চলে হাওয়ার গতিবেগ ১৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা

  • আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত হতে পারে মোবাইল টাওয়ার।টাওয়ার ক্ষতিগ্রস্ত হলে বন্ধ হবে মোবাইল পরিষেবা

• পূর্ব কলকাতা বিশেষ করে ইএম বাইপাস সংলগ্ন অঞ্চলে প্রবল দমকা হাওয়া

• ইতিমধ্যেই স্থলভাগের আছড়ে পড়েছে আমফান

• দুপুর ২:৩০ থেকেই এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে

• পুরীতে ইতিমধ্যেই শুরু প্রবল জলোচ্ছ্বাস

• পূর্ব কলকাতার সব বরোকে সতর্ক থাকার নির্দেশ প্রশাসনের

• বাগবাজারের বিপজ্জনক বাড়ি থেকে সরানো হল বাসিন্দাদের

• সাগর থেকে ৯০ কিলোমিটার দূরে আমফান

• প্রবল শক্তি সঞ্চয় করে এগিয়ে আসছে আমফান

• পারাদ্বীপ ইতিমধ্যেই শুরু প্রবল ঝড়

• এই মুহূর্তে কলকাতা থেকে ১৮৫ কিলোমিটার দূরে অবস্থান আমফানের

• দিঘা থেকে ১০৫ কিলোমিটার দূরে অবস্থান ঘূর্ণিঝড়ের

• দিঘার উপকূলবর্তী অঞ্চলে ইতিমধ্যেই শুরু ঝড়ের তাণ্ডব

• উড়ে যাচ্ছে অস্থায়ী ছাউনি

• ১৫০ থেকে ১৫৫ কিলোমিটার বেগে সুন্দরবনের আছড়ে পড়বে আমফান

• আমফান এই মুহূর্তে ১৯০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে

• পূর্ব কলকাতার গা ঘেসে যাবে আমফান

• কলকাতা থেকে আমফানের দূরত্ব ১৯০ কিলোমিটার

• দিঘা থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে

• কলকাতার সব উড়ালপুল বন্ধের নির্দেশ

• উড়ালপুলের মুখে বসানো হলো ব্যারিকেড

• কলকাতা থেকে ২২০ কিলোমিটার দূরে আমফান

• দুপুর আড়াইটে নাগাদ স্থলভাগে পড়ার সম্ভাবনা অতি প্রবল ঘূর্ণিঝড়ের

• কলকাতার বিভিন্ন জায়গায় শুরু ভারী বৃষ্টি

• স্থলভাগকে আছড়ে পড়ার পরে কলকাতার গা ঘেঁসে যাবে আমফান

• দুপুর ৩টে ১০ মিনিট নাগাদ পশ্চিমবঙ্গে আছড়ে পড়ার সম্ভাবনা আমফানের

• রাজ্যে প্রথম সুন্দরবন অঞ্চলের সাগরদ্বীপে আঘাত করার আশঙ্কা

• সেই সময়ে ঝড়ের গতিবেগ ১৫৫ মিটার থেকে ১৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে

• কুলতলি, গোসাবা, বাসন্তী হাসনাবাদ, সন্দেশখালি বিপর্যস্ত হওয়ার সতর্কতা

• পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমণি, তাজপুর-সহ বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

• দিঘা থেকে 150 কিলোমিটার দূরে

• কলকাতা থেকে 260 কিলোমিটার দূরে অবস্থান ঘূর্ণিঝড়ের

• পারাদ্বীপ থেকে 120 কিলোমিটার দূরে

• কলকাতা-সহ দুই 24 পরগনা 200 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা

• ক্রমশ ধেয়ে আসছে আমফান, দিঘা থেকে দূরত্ব মাত্র 125 কিলোমিটার

• হাওড়ার ঘাটে ঘাটে চেন দিয়ে বাঁধা হচ্ছে লঞ্চ

• কলকাতা, হাওড়া, হুগলি-তে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা

• দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে, পূর্বাভাস আবহাওয়া দফতরের

• আজ সন্ধেয় কলকাতায় ঝড়ের গতিবেগ থাকতে পারে 130 কিলোমিটার প্রতি ঘন্টা

• দিঘা থেকে মাত্র 177 কিলোমিটার দূরে আমফান

• গঙ্গায় ভরা জোয়ার

• জলে ভাসছে গঙ্গার এক নম্বর জেটি

• পারাদ্বীপ থেকে 123 কিলোমিটার দূরে সুপার সাইক্লোন

• কলকাতা সহ 7 জেলায় তাণ্ডবের আশঙ্কা

• কলকাতার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে গাছ উপড়ে পড়েছে

Previous articleদিঘায় পৌঁছে গিয়েছেন শুভেন্দু
Next articleবয়স 84, করোনাকে হারিয়ে ফিরলেন তপন মিত্র