আমফানের ল্যান্ডফল সাগরদ্বীপে!

আমফানের ল্যান্ডফল সাগরদ্বীপে হওয়ার প্রবল সম্ভাবনা, জানাচ্ছেন আবহাওয়াবিদরা। দুপুর ১২-১২.৩০ নাগাদ আমফানের হামলার সম্ভাবনা। তার সঙ্গে আর একটি বড় সম্ভাবনা কলকাতার গা ঘেঁষে যেতে পারে আমফান। ফলে ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সঙ্গে ঝড়ের গতিবেগ কোনও এক সময় ১৩০কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। ফলে মহানগর ও পার্শ্ববর্তী জেলায় বৃষ্টি ও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ আর বর্ধমানে।

Previous articleআরও কাছে আমফান, বাড়ছে ঝড়ের গতি, সঙ্গে বৃষ্টি, আতঙ্কের প্রহর শুরু
Next articleএবার রেকর্ড শুরু ভারতের, দেশে একদিনে করোনায় আক্রান্ত ৫,৬১১!