রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সুন্দরবন অধ্যুষিত এলাকা বসিরহাট মহকুমায় সর্তক প্রশাসন। বসিরহাট এসিডও অফিসের কন্ট্রোলরুম থেকে সব দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে ‘আমফান’-এর গতিবিধির উপর প্রতি মুহূর্তে নজর রাখছেন রাজ্যের খাদ্য ও সরবরাহমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি জানান, যে কোনো রকম পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে প্রশাসন। উপকূলবর্তী অঞ্চল এবং নীচু জায়গা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে।
