পূর্ব কলকাতার ট্যাংরা এলাকায় একের পর গাছ উপড়ে গোটা এলাকা বিদ্যুৎহীন

ট্যাংরা এলাকাতেই সম্ভবত সর্বাধিক সংখ্যক গাছ ভেঙে বিপর্যয় শতগুন বৃদ্ধি করেছে৷ গাছ পড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে এবং লাইট পোস্ট উপড়ে যাওয়ার জেরে ট্যাংরার বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন৷ পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের ট্যাংরা থানার সামনে গাছ পড়ে রাস্তা বন্ধ​ হয়েছে৷ নিউ ট্যাংরায় গাছ পড়ে বেশ কিছু দোকান ভেঙ্গে দিয়েছে৷ ৪১ পুলিন খটিক রোডের সামনে গাছ পড়ে রাস্তা বন্ধ৷ দেবেন্দ্রচন্দ্র দে রোডের রুচি আবাসনের সামনে লাইট পোস্ট উপড়ে গিয়েছে৷ ধাপা বাজার সংলগ্ন ধাপা রোডে বৈদ্যুতিক তাঁর ছিড়ে রাস্তা বন্ধ৷ ৩৮ পুলিন খটিক রোডের বস্তির সামনে গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে আছে৷

ক্রিস্টোফার রোডে একটি বাড়ির উপরে গাছ পড়েছে৷ বৈদ্যুতিক বাতিস্তম্ভও উপড়ে গিয়েছে৷ এ ছাড়াও ট্যাংরা এলাকার বেশ কিছু ঘরবাড়ি ভেঙেছে৷ অসংখ্য মানুষকে বিভিন্ন স্কুলে তুলে এনে রাখা হয়েছে৷

Previous articleবিধ্বস্ত কলকাতা, সাফাইতে কাজ শুরু প্রশাসনের
Next articleরাজ্যের সর্বনাশ হয়ে গেল’’, রাতে নবান্নে বললেন মুখ্যমন্ত্রী