রাজ্যের সর্বনাশ হয়ে গেল’’, রাতে নবান্নে বললেন মুখ্যমন্ত্রী

‘‘এলাকার পর এলাকা ধ্বংস হয়ে গিয়েছে। রাজ্যের সর্বনাশ হয়ে গেল’’

বুধবার রাত ৯টা নাগাদ
নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারবার একথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেছেন, “দুই ২৪ পরগনা ধ্বংস হয়ে গিয়েছে৷ বাড়িঘর, বাঁধ সব ভেঙে গিয়েছে৷ ক্ষেত ভেসে গিয়েছে।’’ মুখ্যমন্ত্রী জানান, “এখনও পর্যন্ত ১০ থেকে ১২ জনের মৃত্যুর খবর এসেছে নবান্নে৷”

বুধবার গোটা দিনই নবান্নের কন্ট্রোল রুমে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “পাথরপ্রতিমা, নামখানা, বাসন্তী, কুলতলি, বারুইপুর, সোনারপুর, ভাঙড় থেকে যা খবর এসেছে তা ভয়াবহ। উত্তর ২৪ পরগনার খবরও খারাপ৷ তবে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, সেই সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য পেতে ৩-৪দিন লেগে যাবে৷ বলে জানান তিনি।”

Previous articleপূর্ব কলকাতার ট্যাংরা এলাকায় একের পর গাছ উপড়ে গোটা এলাকা বিদ্যুৎহীন
Next articleআমফানের তাণ্ডবে রাজ্যে 10 থেকে 12 জনের মৃত্যুর আশঙ্কা: মুখ্যমন্ত্রী