আমফানের জন্য ১০০০ কোটির তহবিল মুখ্যমন্ত্রীর

কোনও ব্যক্তি যদি আমফানে দুর্গতদের সাহায্য করতে চান, তবে তার জন্য একটি ফোন নম্বর সরকার দিচ্ছে। এই ফোন নম্বর মুখ্যসচিব দেবেন। এরজন্য সরকার ১০০০কোটি টাকার তহবিল তৈরি করা হবে। কেউ সাহায্য করতে চাইলে জিনিসপত্র রাখা হবে প্রাথমিকভাবে ক্ষুদিরাম স্টেডিয়ামে। তারপর প্রয়োজনে নেতাজি ইন্ডোরে রাখা হবে।

Previous articleআমফানের ধ্বংসলীলা মোকাবিলায় আশু কর্তব্য বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী …
Next articleক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে শনিবারেই দুই ২৪ পরগণায় মুখ্যমন্ত্রী