আমফানের ধ্বংসলীলা মোকাবিলায় আশু কর্তব্য বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী …

১. আগে আমফানে আক্রান্ত মানুষকে খাবার, ত্রিপল, ওষুধ দিতে হবে

২. কোথায় কী পরিস্থিতি তা খতিয়ে দেখে সাতদিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে

৩. প্রয়োজন বুঝে টাকা খরচা করতে হবে কোনটা আগে দরকার সেটা বুঝতে হবে

৪. রাস্তা তৈরি করলে কম করে তার তিন বছর ঠিক থাকার গ্যারান্টি দিতে হবে

৫. দীর্ঘমেয়াদী পরিকল্পনা কাজ করতে হবে

৬. কোভিডের ২০০ কোটি টাকার তহবিল ছিল। তার থেকে বেশি খরচা হয়েছে। সরকারের হাতে টাকা নেই

৭. দক্ষিণ ও উত্তর ২৪পরগণায় খাবার জল নেই। এখনই ব্যবস্থা করতে হবে

৮. বিদ্যুৎ ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে দ্রুত। এখনই ব্যবস্থা নেওয়া হোক

৯. বনদফতরকে প্রচুর গাছ লাগাতে হবে। বিশেষত ম্যানগ্রোভ গাছ লাগানোর ওপর জোর দিতে হবে

১০. ১০০ দিনের কাজ আরও বাড়াতে হবে এবং আরও মানুষকে যুক্ত করতে হবে

১১. মৎস্যজীবীদের সাহায্য করতে হবে তাদের বাসস্থান ঠিক আছে কিনা দেখে নিতে হবে

১২. মেরামতির কাজকেও ১০০দিনের কাজে ঢোকাতে হবে

১৩. ঈদের কাপড় দিয়ে দিতে হবে

১৪. চাল যথেষ্ট রয়েছে। সরকার মিড ডে মিলের চাল সংগ্রহ করছে

১৫. পিএইচই প্রত্যেকদিন ১০লক্ষ পাউচ দিক। সঙ্গে ব্লিচিং

১৬. এখনই দেখতে হবে পানের বরজ, ফুলে ক্ষেতের দিকে

১৭. ছোট ব্রিজ, কালভার্ট সারাই এখনই

১৮. স্কুলের পরিস্থিতি খতিয়ে দেখে সারাই করতে হবে

১৯. রেশন নিয়ে এখন ভাল কাজ করতে হবে। হচ্ছেও

২০. ক্ষতি কোথায় জানতে নির্দিষ্ট ফোন নম্বর দিয়ে ব্যবস্থা

২১. কন্যাশ্রী থেকে সব প্রকল্প যেন ঠিকঠাক থাকে, সকলে পায়।

Previous articleনবান্নয় মুখ্যমন্ত্রীর ঘোষণা, শেষ দু ২৪পরগণা, এখনই মৃত্যু ৭২
Next articleআমফানের জন্য ১০০০ কোটির তহবিল মুখ্যমন্ত্রীর