ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে শনিবারেই দুই ২৪ পরগণায় মুখ্যমন্ত্রী

আমফান দুর্গত এলাকায় যাবেন মুখ্যমন্ত্রী। আবহাওয়া একটু ঠিক হলেই প্রথমেই মুখ্যমন্ত্রী যাবেন দক্ষিণ ২৪পরগণা ও ও উত্তর ২৪ পরগণায়। সম্ভবত শনিবারেই যাবেন। ইতিমধ্যে এলাকাগুলিতে ড্রোন দিয়ে পরিস্থিতি কী, তা দেখা হচ্ছে। সরকার মৃতদের পরিবারকেব ২.৫০ টাকা ক্ষতিপূরণ দেবে। আর মুখ্যমন্ত্রী যেখানে যাবেন সেখানে আলাদাভাবে ত্রাণ ও।সাহায্য।দেবেন।

Previous articleআমফানের জন্য ১০০০ কোটির তহবিল মুখ্যমন্ত্রীর
Next articleআমফান পরিস্থিতি দেখতে জেলায় যে মন্ত্রীরা যাবেন