Wednesday, August 27, 2025

তছনছ কলকাতা : উধাও জল, বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট

Date:

জল, বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট কার্যত নেই। টানা ১০ ঘন্টার ভয়ানক ঝড়ে বেহাল কলকাতা। গাছ ভেঙে, জল জমে, হোর্ডিং ভেঙে মহানগরের অধিকাংশ রাস্তা। টান পড়েছে জলে। প্রকৃতির রোষে কার্যত ক্ষতবিক্ষত কলকাতা।

সবচেয়ে দুর্বিষহ অবস্থা হলো বিদ্যুতের। বুধবার দুপুর থেকে বিদ্যুৎ চলে যাওয়ার পর আর সকাল এগারোটা, এই খবর পোস্ট হওয়া অবধি বিদ্যুৎ আসেনি। সিইএসসি ও এসইবি কাজ করছে। দ্রুত বিদ্যুৎ আসবে। মূলত গাছ পড়ে, তার ছিঁড়ে পোস্ট উল্টে পরিস্থিতি ভয়াবহ। ফলে সময় তো একটু লাগবেই। বিদ্যুতের কারণে জল সরবরাহ যেমন থমকে গিয়েছে, তেমনি মহানগরীর বিস্তৃর্ণ এলাকা জুড়ে মোবাইল নেটওয়ার্ক কার্যত নেই। ভোদাফোনের নেটওয়ার্ক বুধবার থেকেই চলে যায়। বৃহস্পতিবার সকাল থেকে অন্য নেটওয়ার্কও বসে গিয়েছে। ফলে শহরের অধিকাংশ নেটওয়ার্কের ফোন কার্যত অচল, ইন্টারনেট কানেকশনও নেই। ফলে দৈনিন্দন কাজ থমকে গিয়েছে। সন্ধের আগে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট ব্যবস্থ সচল হওয়া মুশকিল রয়েছে।

কলকাতা পুরসভা এবং রাজ্য প্রশাসন দিনরাত এক করে কাজ শুরু করেছে। প্রথমে গাছ সরানো চলছে, একই সঙ্গে বিদ্যুতের খুঁটি প্রতিস্থাপন করা হচ্ছে। বহু জায়গায় তার ছিঁড়ে পড়ে যাওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সেগুলি মেরামত করে বিদ্যুৎ ফেরানো হবে। তারপরেই জল পরিষেবা চালু হবে। প্রকৃতির এই ভয়ানক রোষের মুখে শহরবাসীর সহযোগিতা চেয়েছে প্রশাসন।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version