লোকসভার বিরোধী দলনেতা সাংসদ অধীর চৌধুরী বললেন আমফান কার্যত সব শেষ করে দিয়ে গেল। কী বলব? ভাষা হারয়ে ফেলেছি। ‘মানুষ মানুষের জন্য’। এখন সকলকে এগিয়ে আসতে হবে। রাজনীতি পিছনে পড়ে থাক, আগে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। এটাই এখন ঝড় থামলে, পৃথিবী শান্ত হলে আশু কর্তব্য।
