হেড এবং আই নিয়ে বাংলাদেশের মধ্যে ঢুকেছে আমফান। ভারতে তাণ্ডব চালানোর পর ক্রমশ গতি কমতে থাকে আমফানের। প্রতি ঘন্টায় ৩০ কিমি বেগে উত্তর-পূর্ব দিকে এগিয়ে যায় এবং রাজশাহী দিয়ে বাংলাদেশে ঢুকে ঢোকে। আবহাওয়া দফতরের অনুমান, ঘূর্ণিঝড় আরও উত্তর-উত্তরপূর্ব দিকে এগোবে এবং ক্রমশ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে। তখন ঘণ্টায় ১০০ কিমি বেগে ঘূর্ণিঝড় এর পরিবর্তে এর গতিবেগ হবে ঘণ্টায় ৫০ কিমি। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান বাঁকুড়ায় মাঝারি বৃষ্টিপাত হবে, সঙ্গে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় অর্থাৎ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে প্রায় সব জেলাতেই।
