রাস্তা তৈরি হলে যেন ৩ বছর চলে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

রাস্তা তৈরি নিয়ে মানুষের অভিযোগ বিস্তর। এটা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বৃহস্পতিবার নবান্নতে টাস্ক ফোর্সের বৈঠকে আমলা এবং মন্ত্রীদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, রাস্তা তৈরি হলে যেন সেই রাস্তা কম করে তিন নছর চলে। দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, এখন নিয়মই আছে, তিন বছরের আগে রাস্তা ভেঙে গেলে বিনা খরচে ওই রাস্তা ঠিকাদারকে ফের তৈরি করে দিতে হবে। পাল্টা মুখ্যমন্ত্রী বলেন, শুধু নিয়ম।থাকলেই হবে না, বাস্তবে তা করতে হবে। এছাড়া প্যাচ ওয়ার্ক হলো সবচেয়ে ফাঁকিবাজি কাজ। এগুলো দেখে নিতে হবে।

Previous articleমমতাকে ফোন অমিতের, সাহায্যের আশ্বাস
Next articleসিলিং ভাঙল, বিষণ্ণ অঙ্কুশ