বৈঠকে বাবুল-দেবশ্রী, কেন্দ্রীয় দল এসে ক্ষতি খতিয়ে দেখবে

শেষ পর্যন্ত বসিরহাটে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মধ্যে প্রশাসনিক বৈঠকে অংশ নিলেন বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী। এই বৈঠকে বাংলা থেকে নির্বাচিত দুই কেন্দ্রীয় মন্ত্রী থাকবেন কিনা সে নিয়ে সন্দেহ দেখা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বৈঠকে তারা ছিলেন। ছিলেন ওড়িশার দুই কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং প্রতাপ চন্দ্র সারেঙ্গী তাদের সঙ্গে এরপর ভুবনেশ্বর উড়ে যাবেন প্রধানমন্ত্রী। এছাড়াও ছিলেন মুখ্য সচিব রাজীব সিনহা কেন্দ্রের শীর্ষস্থানীয় কয়েকজন আমলা। সৌজন্যের আবহে বৈঠক হয়। প্রধানমন্ত্রীর জানান, কেন্দ্রের প্রতিনিধি দল দ্রুত আসবে। তারা এসে মূলত কৃষি, বিদ্যুৎ এবং টেলিফোন ব্যবস্থা কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে তা পরিমাপ করবে। তারপর অনুদান।

Previous articleআমফান : আপাতত ১০০০ কোটি কেন্দ্রের!
Next articleপ্রশাসনিক বৈঠকের শেষে প্রধানমন্ত্রী যা বললেন