১. দক্ষ হাতে আমফান মোকাবিলার জন্য জেলা প্রশাসনের কর্তাদের ধন্যবাদ

২. বিদ্যুতের খুঁটি পড়ে গেছে বাঁধ ভেঙে গেছে

৩. বহু রাস্তায় এখনও বন্ধ, পুকুরের জল নোংরা

৪. ত্রাণ নিয়ে যেন কোনও সমস্যা না হয়

৫. ড্রোনের সাহায্য নিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে

৬. হিসেব করে টাকা খরচ করতে হবে

৭. এলাকার সমস্যা মেটাতে এবং পরিষেবা দিতে পাড়ার তরুণদের কাজে লাগান। ১০০দিনের কাজে যে টাকা দেওয়া হয় সেই টাকা তাদের দেওয়া হোক

৮. সবার আগে ভেঙে যাওয়া বাড়ি ঠিক করতে হবে

৯. সাপের কামড়ের ঔষধ তৈরি রাখতে হবে, সঙ্গে ওআরএস

১০ বড় দুর্যোগের পর স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যা শুরু হয়

১১. বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে, পড়ে গেছে
১২. বিদ্যুৎ পরিষেবার ঠিক করে এখন বড় দায়িত্ব
১৩. ম্যানগ্রোভ ফের লাগাতে হবে। ঘূর্ণিঝড়ের শেষ হয়ে গিয়েছে
১৪. শব্দোত্তর যৌথভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক করবে
১৫. জেলায় ১০ লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে
১৬. বিদ্যুতের খুঁটি সারিয়ে দ্রুত পরিষেবা দিতে হবে
১৭. জলের অভাব থাকলে জলের পাউচ দিয়ে মানুষকে সাহায্য করতে হবে
১৮. রেশন থেকে যেন কোনও মানুষ বঞ্চিত না হন তা দেখতে হবে
১৯. হিসাব করে টাকা খরচা করতে হবে
২০. প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে রেশন দিতে হবে
২১. কমিউনিটি কিচেন চালু করতে হবে
২২. ৪১ হাজারের বেশি খুঁটি পড়ে গিয়েছে
২৩. সবার আগে ভেঙে যাওয়া বাড়ি ঠিক করতে হবে
২৪. টাকা সরাসরি মানুষের হাতে যাবে কোনও পঞ্চায়েত সমিতির নামে কোনও অভিযোগ শুনতে চাই না
২৫. পরিবহন দফতরকে বলছি আরও বেশি বাস চালাতে
২৬. ১০০ দিনের কাজে আরো বেশি মানুষকে যুক্ত করতে হবে
২৮. কোন বাস ফেলে রাখা যাবে না। বাস মালিকদের বলবো, মানুষের খারাপ সময় পাশে দাঁড়ান
৩০. কমিউনিটি কিচেনে প্রয়োজনে চাল-ডাল দেবে সরকার
৩১. পড়ুয়াদের বই ও জুতোর জন্য প্যাকেজ
৩২. বর্ষার কথা মাথায় রেখে দ্রুত রাস্তা সাফাই ও তৈরি করুন