ইচ্ছা থাকলেও কিছু করার নেই, বাড়িতে বসেই ঈদের নামাজ পড়ুন মমতা

ঈদের নমাজে মানুষকে রাস্তায় না নেমে বাড়িতেই করার জন্য অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নবান্নে তিনি বললেন, আমার শত ইচ্ছা থাকলেও হাত-পা বাঁধা। কেন্দ্রের নির্দেশ মেনে কোনও ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে এক জায়গায় সমবেত হওয়া যাবে না। কোভিডের কারণে এই সিদ্ধান্ত। তাই সকলকে অনুরোধ করছি বাড়িতে বসেই এই উৎসব পালন করার জন্য। আমারও খারাপ লাগছে। প্রত্যেকবার আমি রেড রোডে নমাজে থাকি। তারপর বক্তৃতা দি। সারা দিন ঘুরে বেড়াই। এবার হচ্ছে না। কী করা যাবে! সোশ্যাল ডিসট্যান্স রাখতে হচ্ছে।