আমফান মোকাবিলায় সেনার সাহায্য চাওয়ায় রাজ্যের প্রশংসায় রাজ্যপাল

আমফান বিপর্যয় সামলাতে সেনার সাহায্য চেয়েছে পশ্চিমবঙ্গ সরকার। নবান্নের এই পদক্ষেপকে স্বাগত জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বলেছেন, এটা সংকটের সময়। মানুষকে শান্ত থাকতে হবে। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ ও টেলি যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে হবে।

টুইটারে রাজ্যপাল লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেনাবাহিনীর সমর্থন ও সহায়তা চাইছেন, এটি একটি ভাল পদক্ষেপ। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে এবং মানুষকে ধৈর্য ধরে শান্ত থাকার জন্য আবেদন করছি। কর্তৃপক্ষকে যোগাযোগ, বিদ্যুৎ ও অন্যান্য পরিষেবা দ্রুত পুনরুদ্ধার করতে হবে।

 

Previous articleবিদ্যুৎ-জলহীন বজবজে আমাদের বাঁচার ব্যবস্থা করুন
Next articleবিপদের পর বিপদ! করোনার পর এবার নয়া আতঙ্ক শস্যক্ষেতে পঙ্গপালের ঝাঁক