Wednesday, August 27, 2025

বিপদের পর বিপদ! করোনার পর এবার নয়া আতঙ্ক শস্যক্ষেতে পঙ্গপালের ঝাঁক

Date:

Share post:

এবছর যেন একটার পর একটা বিপদ লাইন দিয়ে দাঁড়িয়ে। করোনাভাইরাসের বিশ্ব মহামারির জেরে গোটা বিশ্বে যখন খাদ্য সংকট তৈরি হওয়ার পূর্বাভাস, তখন কৃষকের একরাশ আতঙ্ক বাড়িয়ে শস্যক্ষেতে দেখা দিচ্ছে পঙ্গপালের পাল। মধ্যপ্রদেশের কয়েকটি জায়গায় খাদ্যশস্যের ভয়ঙ্কর শত্রু এই পতঙ্গকুলের গতিবিধি নজরে আসার পরই রাজ্য কৃষি দফতর থেকে চরম সতর্কতা জারি করা হয়েছে। কারণ কৃষি জমিতে পঙ্গপালের অনুপ্রবেশ মানেই মাইলের পর মাইল ফসল ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা।

জানা গিয়েছে, চলতি লকডাউনের মধ্যে ১৭ মে রাজস্থান থেকে ছটি পঙ্গপালের ঝাঁক মধ্যপ্রদেশে ঢুকেছে। এই মুহূর্তে ফসল তোলা সারা হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ সামান্য। রাজস্থানের কৃষকরা এই পঙ্গপালের গতিবিধি সম্পর্কে অবহিত থাকলেও লকডাউন চলায় তাঁরাও সময়মত পঙ্গপাল নিধনের কাজ করতে পারেননি। ফলে পঙ্গপালের পাল মধ্যপ্রদেশের শস্যক্ষেতে ঢুকে পড়েছে। ১০ থেকে ১২ কিলোমিটার লম্বা ও প্রায় দুই কিলোমিটার চওড়া কোটি কোটি পঙ্গপালের ঝাঁক এক একদিনে প্রায় ২০০ কিলোমিটার উড়ে যায়। দিনের বেলা হাওয়ার গতি যেদিকে থাকে সেদিকেই উড়তে থাকে পঙ্গপালের ঝাঁক। সেজন্য রাতের বেলা কীটনাশক প্রয়োগ করার নিয়ম। রাজস্থান সীমান্ত ও মধ্যপ্রদেশের অন্তত তিনটি গ্রামের শস্যক্ষেতে দেখে মিলেছে ফসলের শত্রু পঙ্গপালের। মধ্যপ্রদেশ কৃষি দফতর সূত্রে বক্তব্য, ফসল আগে তোলা হয়ে গিয়েছিল। তাই ফাঁকা জমিতে পঙ্গপালের পাল তেমন ক্ষতি করতে পারেনি। কিন্তু আর কিছুদিন বাদে বাতাসে আর্দ্রতা বাড়তে থাকবে এবং শস্য বপন শুরু হয়ে যাবে। তার আগে পঙ্গপাল ধ্বংস করতে না পারলে কৃষি ও কৃষকের সর্বনাশ। তাই এখন থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...