সৌদি আরবে দেখা গেল না চাঁদ, তাহলে ঈদ কবে?

অপেক্ষা একফালি চাঁদের। যার মুখ দেখে শেষ হবে দীর্ঘ এক মাসের কঠিন-কঠোর রোজা। আশা ছিল শুক্রবার চাঁদ দেখা যাবে সৌদি আরবে। তাহলে শনিবারে ঈদ উদযাপন হবে। কিন্তু জানা গিয়েছে শুক্রবার চাঁদের দেখা না মেলায় রোজা ভঙ্গ করতে পারেননি মুসলিমরা। আজ, শনিবার চাঁদের দেখা মিলতে পারে বলে আশা। সেক্ষেত্রে রবিবার পালিত হবে ঈদ। যদি আজ চাঁদ দেখা না যায় সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত এবং ঈদের অনুষ্ঠান শুরু হবে সোমবার সকাল থেকে। ভারতে যদিও সরকারি ভাবে সোমবার ঈদ পালনের কথা আছে। তবে আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটি যে সিদ্ধান্ত নেবে, তার উপরই নির্ভর করবে ঈদের দিন।

Previous articleঅভিনেত্রী মমতাজের মৃত্যুর খবরে সরগরম নেটদুনিয়া
Next articleমৃত যুবকের বাবাও করোনা পজিটিভ