আমফানের দাপটে বেলুড় মঠ চত্বরে প্রচুর গাছ উপড়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত মঠের উদ্যানের একাংশ।
কোথাও সমূলে উপড়ে পড়েছে গাছ, পেট বেঁকে মাথায় নুইয়ে পড়েছে সিগন্যাল অথবা বিদ্যুতের খুঁটি। কোথাও উল্টে গিয়েছে আস্ত গাড়ি। অসংখ্য ফ্ল্যাট-বাড়ির জানলার কাচ, টিন-অ্যাসবেস্টসের ছাউনি উড়েছে কাগজের টুকরোর মতো। শেষ কবে এমন দৃশ্য দেখেছিলেন হাওড়াবাসী, তা মনে করতে পারছেন না অনেকেই।
এমনই ধাক্কা মহাশক্তিশালী ঘূর্ণিঝড় আমফানের ধ্বংসলীলার। ওয়াকিবহাল মহলের মতে, শেষ অর্ধশতকে এত বড়ো প্রাকৃতিক দুর্যোগ দেখেনি হাওড়া ।
