ত্রাণ নিয়ে কোনও অভিযোগ শুনতে রাজি নন মুখ্যমন্ত্রী

বিভিন্ন এলাকায় ত্রাণ নিয়ে মানুষের ক্ষোভের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী কাকদ্বীপে প্রশাসনিক বৈঠকে হুঁশিয়ারি দিলেন, ত্রাণ নিয়ে যেন কোনও সমস্যা না হয়। কোথায় কত ক্ষয়ক্ষতি হয়েছে তা ড্রোনের সাহায্যে জেলা প্রশাসন দেখে তালিকা তৈরি করবে। তারপর টাকা দেওয়া হবে। কিন্তু হিসাব করে টাকা খরচা করতে হবে। কয়েকটি খাতের টাকা সরাসরি মানুষের হাতে যাবে। কোনও পঞ্চায়েত সমিতির নামে কোনও অভিযোগ শুনলে ব্যবস্থা নেওয়া হবে।

দ্রুত পুকুর সাফাই করার নির্দেশ।দেন মুখ্যমন্ত্রী। মনে করিয়ে দেন, পড়ুয়াদের বই জুতোর কথাও। জেলার বাস সার্ভিস দ্রুত চালু করার নির্দেশ দিয়ে বলেন, বেসরকারি বাস রাস্তায় নামুক। সব সময় লাভের কথা যেন চিন্তা করলে হয় না। সরকার পাশে থাকবে। মুখ্যমন্ত্রী দক্ষিণ ২৪ পরগণায় নতুন করে ম্যানগ্রোভ লাগানোর উপর জোর দেন।

Previous articleকোন কাজ আগে, ঠিক করে দিলেন মুখ্যমন্ত্রী
Next articleবিদ্যুৎ ফেরাতে মুখ্যমন্ত্রী পাড়ার তরুণদেরও সাহায্য চাইলেন