উস্কানি দিয়ে রাজনীতি করছেন সায়ন্তন বসু। বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে পাল্টা তোপ দাগলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব। আমফানের জেরে ক্ষতিগ্রস্ত হুগলির উত্তরপাড়া। রবিবার পরিদর্শন করেন বিজেপি নেতা সায়ন্তন বসু। এদিন পরিদর্শন সেরে জাঙ্গিপাড়া যাওয়ার সময় বিজেপি নেতা সায়ন্তন বসু ও হুগলি জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি শ্যামল বোসের গাড়ির উপর হামলা হয় বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে জবাব দিলেন দিলীপ যাদব। তিনি বলেন, “সায়ন্তন বসু উস্কানি দিয়ে রাজনীতি করতে এসেছিলেন। মানুষ তার জবাব দিয়েছে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।”
