কলকাতার সিংহভাগ এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক, রাজ্যকে জানাল সিইএসসি

কলকাতা শহরের সিংহভাগ এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে। আজ, রবিবার রাজ্য সরকারকে এমনটাই জানাল সিইএসসি। রবিবার দুপুরে রাজ্য স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে ট্যুইট করে একথা জানানো হয়েছে। তারা টুইটে জানিয়েছে, যাদবপুর-সেলিমপুর-মুকুন্দপুর-সার্ভে পার্ক-পাটুলি-রিজেন্ট এস্টেট-বেহালা চৌরাস্তা-জেমস লং সরণী-লেকটাউন-নাগেরবাজার-যশোর রোড-রাসবিহারী কানেক্টর-বিবি চাটার্জি রোডের অধিকাংশ এলাকাতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে সিইএসসি।

এর ফলে শহরের অধিকাংশ জল ও নিকাশির পাম্পিং স্টেশনগুলি কাজ শুরু করে দিয়েছে। যার জেরে সাধারণ মানুষের ভোগান্তি এবার অনেকাংশেই কমেছে।

Previous articleএখনই বিমান নয়, মহারাষ্ট্রের পর এবার তামিলনাড়ু
Next articleহাজারের বেশি সেনাকর্মী করোনায় আক্রান্ত বাংলাদেশে