হাজারের বেশি সেনাকর্মী করোনায় আক্রান্ত বাংলাদেশে

প্রতিটি দেশেই ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এবারে বাংলাদেশে সশস্ত্র বাহিনীর ১ হাজার ৩৬৪ জন সদস্য করোনায় আক্রান্ত বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত মারা গিয়েছেন ১০ জন। এর মধ্যে ৮ জনের বয়স ৬০ বছরের বেশি। আর ২ জন কর্মরত সেনা সদস্য, যাঁদের প্রত্যেকেই দীর্ঘদিন থেকে অনিরাময়যোগ্য বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

সূত্রের খবর, বাংলাদেশে সর্বোচ্চ নমুনা পরীক্ষার হয় শনিবার। নতুন করে ১ হাজার ৮৭৩ জনের দেহে নভেল করোনাভাইরাস রোগের সংক্রমণ শনাক্ত করা হয়েছে, যা ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ছিল। এখনও পর্যন্ত সে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৭৮ জন। শনিবার মৃত্যু হয়েছে ২০ জনের। মোট করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪৫২।

Previous articleকলকাতার সিংহভাগ এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক, রাজ্যকে জানাল সিইএসসি
Next articleকরোনায় আক্রান্ত বর্ষীয়ান বলিউড অভিনেতা কিরণ কুমার