Tuesday, May 6, 2025

খিদের তাড়না! দিল্লি স্টেশনে খাবার, জল লুঠ করলেন পরিযায়ী শ্রমিকরা

Date:

খিদের তাড়নায় মানুষ কীই না করতে পারে! চরম ক্ষুধার্ত পরিযায়ী শ্রমিকদের এবার দেখা গেল ঝাঁপিয়ে পড়ে খাবার ও পানীয় জল লুঠ করতে। দিল্লির ঘটনা এটি।

ভিডিওতে দেখা গিয়েছে, খাবার বোঝাই একটি ঠেলাগাড়ি রেলের প্ল্যাটফর্মে আসতেই কীভাবে মানুষ তার উপর ঝাঁপিয়ে পড়ছে। দ্রুত সেগুলি তুলে নিয়ে শ্রমিকদের সেখান থেকে সরে যেতে দেখা যায়। মানুষের বেঁচে থাকার অদম্য তাড়নার এক করুণ ছবি উঠে এসেছে এই ঘটনায়।

করোনাভাইরাসের তাণ্ডব আর তার জেরে লকডাউন দেশজুড়ে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিককে রাতারাতি উপার্জনহীন, আশ্রয়হীন করে তুলেছে। এই পরিস্থিতিতে খিদের জ্বালায় মানুষ কতটা ঝুঁকি নিতে পারে সেই ছবি দেখা গেল শুক্রবার পুরনো দি‌ল্লির রেলস্টেশনে। খাবার ও জলভর্তি এক ঠেলাগাড়ি থামিয়ে তা লুঠ করলেন সেখানে উপস্থিত পরিযায়ী শ্রমিকরা। ভিডিওতে দেখা গিয়েছে, কীভাবে তাঁরা ঝাঁপিয়ে পড়ে ঠেলাগাড়ির উপর থেকে হাতিয়ে নিচ্ছেন খাবার ও জলের প্যাকেট।
ওই ঠেলাগাড়িতে চার কার্টন স্ন্যাকস ছিল, সম্ভবত চিপস, বিস্কুট ও অন্যান্য প্যাকেটজাত খাদ্যসামগ্রী। আর ছিল জল। ভিডিওতে দেখা গিয়েছে, ওই ঠেলাগাড়ি প্ল্যাটফর্মে আসতেই পরিযায়ী শ্রমিকরা তার উপর ঝাঁপিয়ে পড়ছেন। মিনিট দুয়েকের মধ্যে সেগুলি তুলে নিয়ে শ্রমিকদের সেখান থেকে সরে যেতে দেখা যায়। যে যতটা পেরেছেন, তুলে নিয়ে নিয়ে দ্রুত এলাকা ছেড়ে চলে যান। এমনকী, একে অন্যের থেকে প্যাকেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকেন। প্রসঙ্গত, রেল পুলিশের কোনও আধিকারিককেই তখন ঘটনাস্থলে দেখা যায়নি।

Related articles

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...

দিঘায় ‘জগন্নাথ ধাম’ লেখা সরানোর অভিযোগ মিথ্যে, গুজবের বিরুদ্ধে মামলা পুলিশের

পূর্ব মেদিনীপুরের দিঘায় 'জগন্নাথ ধাম' (Jagannath Dham) লেখা সরানো নিয়ে বিতর্কের অবসান ঘটালো জেলা পুলিশ। ছবিসহ সোশ্যাল মিডিয়ায়...

আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ

ওয়াকফ সংশোধনী আইন (WAQF ammendment act) নিয়ে অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আজ দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...
Exit mobile version