Monday, November 17, 2025

খিদের তাড়না! দিল্লি স্টেশনে খাবার, জল লুঠ করলেন পরিযায়ী শ্রমিকরা

Date:

খিদের তাড়নায় মানুষ কীই না করতে পারে! চরম ক্ষুধার্ত পরিযায়ী শ্রমিকদের এবার দেখা গেল ঝাঁপিয়ে পড়ে খাবার ও পানীয় জল লুঠ করতে। দিল্লির ঘটনা এটি।

ভিডিওতে দেখা গিয়েছে, খাবার বোঝাই একটি ঠেলাগাড়ি রেলের প্ল্যাটফর্মে আসতেই কীভাবে মানুষ তার উপর ঝাঁপিয়ে পড়ছে। দ্রুত সেগুলি তুলে নিয়ে শ্রমিকদের সেখান থেকে সরে যেতে দেখা যায়। মানুষের বেঁচে থাকার অদম্য তাড়নার এক করুণ ছবি উঠে এসেছে এই ঘটনায়।

করোনাভাইরাসের তাণ্ডব আর তার জেরে লকডাউন দেশজুড়ে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিককে রাতারাতি উপার্জনহীন, আশ্রয়হীন করে তুলেছে। এই পরিস্থিতিতে খিদের জ্বালায় মানুষ কতটা ঝুঁকি নিতে পারে সেই ছবি দেখা গেল শুক্রবার পুরনো দি‌ল্লির রেলস্টেশনে। খাবার ও জলভর্তি এক ঠেলাগাড়ি থামিয়ে তা লুঠ করলেন সেখানে উপস্থিত পরিযায়ী শ্রমিকরা। ভিডিওতে দেখা গিয়েছে, কীভাবে তাঁরা ঝাঁপিয়ে পড়ে ঠেলাগাড়ির উপর থেকে হাতিয়ে নিচ্ছেন খাবার ও জলের প্যাকেট।
ওই ঠেলাগাড়িতে চার কার্টন স্ন্যাকস ছিল, সম্ভবত চিপস, বিস্কুট ও অন্যান্য প্যাকেটজাত খাদ্যসামগ্রী। আর ছিল জল। ভিডিওতে দেখা গিয়েছে, ওই ঠেলাগাড়ি প্ল্যাটফর্মে আসতেই পরিযায়ী শ্রমিকরা তার উপর ঝাঁপিয়ে পড়ছেন। মিনিট দুয়েকের মধ্যে সেগুলি তুলে নিয়ে শ্রমিকদের সেখান থেকে সরে যেতে দেখা যায়। যে যতটা পেরেছেন, তুলে নিয়ে নিয়ে দ্রুত এলাকা ছেড়ে চলে যান। এমনকী, একে অন্যের থেকে প্যাকেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকেন। প্রসঙ্গত, রেল পুলিশের কোনও আধিকারিককেই তখন ঘটনাস্থলে দেখা যায়নি।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version