Wednesday, August 27, 2025

‘ওরা ভয় পেয়েছে রবসন’, সিপিএমের গানটা খুব মনে পড়ছে! নন্দকুমারে বললেন অবরুদ্ধ দিলীপ

Date:

যাচ্ছিলেন তাঁর লোকসভা কেন্দ্রে। উপলক্ষ্য আমফান আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো। পুলিশ বলেছিল হলদিয়া-মেচেদা জাতীয় সড়ক ব্যবহার করার জন্য। কিন্তু সেখান দিয়ে যাওয়ার পথেও ফের আটকানো হলো তাঁকে। ক্ষুব্ধ দিলীপ কী বললেন?

আবার পুলিশ আপনাকে আটকাল!
পুলিশের কোনও কাজ নেই। জল নেই, বিদ্যুৎ নেই, খাবার নেই। সেদিকে নজর নেই। ওদের নজরে এখন ‘মিশন দিলীপ।’

পুলিশ কী বলছে?
আমার সংসদীয় এলাকা। আমি যাব না? পুলিশ এই রাস্তা দিয়ে যেতে বলে আবার সেই রাস্তাতেই আটকাচ্ছে। আমি তো আজ যাবই। দেখি কে আটকায়!

প্রায় আধ ঘন্টা ধরে নিজের গাড়িতে বসে থাকার পর দিলীপ গাড়ি থেকে নেমে গ্রামের মানুষকে মাস্ক বিলি করেন। ঠিক তার আগেই বিজেপি-তৃণমূল সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। পুলিশ সামাল দেয়। তাঁরা মাইকিং করে সকলকে সরে যেতে বলেন। শেষে গাড়ি ঘুরিয়ে উল্টোপথে অন্য রাস্তা দিয়ে গন্তব্যে রওনা দেন দিলীপ।

কেন এমন হচ্ছে?
আমি তো মানুষের সেবার জন্য যাচ্ছিলাম। সেখানেও বাধা দিচ্ছে। রাস্তা অবরোধ করে আমাকে আটকাচ্ছে। লকডাউনের মধ্যে এটা আরও বড় অপরাধ। পুলিশের জন্য সেই অপরাধের দায় আমাকেও নিতে হচ্ছে। একে মানুষের কষ্টের শেষ নেই। তার উপর মানুষকে যেচে এই কষ্ট দিচ্ছে তৃণমূল।

কাল কী কর্মসূচি?
আমার এলাকায় কর্মসূচি আছে। এখন আমি রোজই আমফান আক্রান্তদের এলাকায় যাব। দেখি ওরা কত জায়গায় আমাকে আটকাতে পারে। সিপিএমের মুখে একটা গান ছোটবেলা থেকে শুনতাম… “ওরা ভয় পেয়েছে রবসন”… আমার আজ সেই গানটা বারবার মনে পড়ছে!

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version