Thursday, May 15, 2025

সোমবার থেকে অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এদিন পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের অণ্ডাল থেকে চালু হচ্ছে উড়ান। যা লকডাউনের মধ্যে রাজ্যে প্রথম বিমান পরিষেবা। সূত্রের খবর, রাজ্যে সরকার কেন্দ্রের কাছে আবেদন করেছে, কলকাতা ও বাগডোগরা থেকে যথাক্রমে ৩০ ও ২৮ মে বিমান পরিষেবা চালু করা হোক।

২৪ মার্চ রাত ১২টা থেকে দেশ জুড়ে শুরু হয় লকডাউন। বন্ধ হয়ে যায় বিমান পরিষেবা। বেসরকারি উড়ান সংস্থা ‘স্পাইসজেট’ সোমবার অণ্ডাল থেকে প্রাথমিকভাবে মুম্বই ও চেন্নাই রুটে পরিষেবা চালু করছে। বিমানবন্দরের ডিরেক্টর অপূর্ব শর্মা বলেন, ৩০ জুন পর্যন্ত চেন্নাই ও মুম্বই রুটের সময়সূচি পাঠিয়েছে ওই সংস্থা। সংস্থা জানিয়েছে, চেন্নাইয়ের বিমান আগের মতোই সন্ধে à§­ টা নাগাদ অণ্ডালে পৌঁছবে। রাত ৮টা নাগাদ সেই বিমানটিই রওনা দেবে চেন্নাইয়ের উদ্দেশে। অন্যদিকে, মুম্বইয়ের বিমান সন্ধের পরিবর্তে দুপুর ২টো ৪০ মিনিটে অণ্ডালে অবতরণ করবে। বিকেল ৩টে ১০ মিনিট নাগাদ ফিরে যাবে মুম্বই।

এদিকে দিল্লি ও হায়দরাবাদ রুটে পরিষেবা সম্পর্কে কোনও তথ্য জানায়নি ‘এয়ার ইন্ডিয়া’। সপ্তাহে চার দিন অণ্ডাল থেকে দিল্লি ও হায়দরাবাদ রুটে বিমান চালায় ‘এয়ার ইন্ডিয়া’। অপূর্ব শর্মা বলেন, ‘‘আপাতত দুটি রুটে বিমান চলবে। দিল্লি ও হায়দরাবাদ রুটের পরিষেবার বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।” বিমান পরিবহণ মন্ত্রকের যাবতীয় নির্দেশিকা মেনে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি বজায় রেখে পরিষেবা চালু করা হচ্ছে। তার জন্য অতিরিক্ত ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Related articles

নাইট শিবিরে যোগ দিলেন রাসেল, নারিন-সহ ক্যারিবিয়ান ব্রিগেড

কেকেআর(KKR) সমর্থকদের স্বস্তি। বেঙ্গালুরুতে পৌঁছল নাইট রাইডার্সের ক্যারিবিয়ান ব্রিগেড। আগামী ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে কলকাতা...

মুখ্যমন্ত্রী হতে চেয়ে উন্নয়নে বাধা শুভেন্দুর, বাংলার ক্ষতি বিজেপির: তৃণমূল যোগ দিয়ে বিস্ফোরক বার্লা

লক্ষ্মীবারের দুপুরে পদ্ম শিবিরে যোগ ধাক্কা। বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা (John...

দল নির্বাচনের আগে সিদ্ধি বিনায়কের মন্দিরে গৌতম গম্ভীর

ভারতীয় দল নির্বাচনের আগে মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে(Siddhi Vinayak Temple) সস্ত্রীক গৌতম গম্ভীর(Gautam Gambhir)। আগামী মাসেই ইংল্যান্ডের(England) বিরুদ্ধে...

বিধানসভায় তাপস সাহাকে শেষ শ্রদ্ধা বিমান-অভিষেক-ফিরহাদদের

প্রয়াত তৃণমূল(TMC) বিধায়ক(MLA) তাপস সাহা(Tapash Saha)। বৃহস্পতিবার, বিধানসভায় প্রয়াত বিধায়ককে শ্রদ্ধা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee), তৃণমূলের সর্বভারতীয়...
Exit mobile version