Thursday, August 21, 2025

নাইট শিবিরে যোগ দিলেন রাসেল, নারিন-সহ ক্যারিবিয়ান ব্রিগেড

Date:

কেকেআর(KKR) সমর্থকদের স্বস্তি। বেঙ্গালুরুতে পৌঁছল নাইট রাইডার্সের ক্যারিবিয়ান ব্রিগেড। আগামী ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স(KKR)। তার আগে সকলের মুখে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। বিদেশিরা কবে আসবেন। এর মাঝেই নাইট শিবিরে সূত্রে জানা গিয়েছিল যে তাদের প্রত্যেক বিদেশিরাই আসছেন। ইতিমধ্যেই আন্দ্রে রাসেল(Andre Russell), সুনীল নারিন(Sunil Narine) সহ ব্রাভোরা(Dwayne Bravo) যোগ দিলেন কলকাতা নাইট রাইডার্স শিবিরে।

এবারের আইপিএলে(IPL) যদিও প্লেঅফে পৌঁছনোর সুযোগ শেষ হয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের(KKR)। হাতে রয়েছে আর দুটো ম্যাচ। কিন্তু এমন পরিস্থিতিতেই আইপিএল স্থগিত করে দিতে বাধ্য হয়েছিল বিসিসিআই(BCCI)। ভারত-পাক সীমান্তে অশান্তির চেহারা বড় নেওয়ার পরই এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বেশিরভাগ বিদেশি ক্রিকেটাররাও ফিরে গিয়েছিলেন।

সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার পরই ফের আইপিএল পূণরায় শুরু করার জন্য তোরজোড় শুরু করে দেয় বিসিসআই। এই ১৭ মে থেকেই শুরু হচ্ছে আইপিএল(IPL)। কিন্তু সেখানেই দেখা দিয়েছিল একটা সমস্যা। বিদেশি ক্রিকেটাররা আসবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। অনেক বিদেশি ক্রিকেটারই না আসার কথা জানিয়ে দিয়েছিলেন। বিশেষ করে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিদেশিদের নিয়ে সংশয় দেখা গিয়েছিল।

ক্যারিবিয়ান ক্রিকেটাররাও আসবেন কিনা তা নিয়েও চলছিল জোর জল্পনা। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নাইট রাইডার্স(KKR) শিবিরে যোগ দিতে ইতিমধ্যেই বেঙ্গালুরুতে পৌঁছে গিয়েছে তাদের ক্যরিবিয়ান স্কোয়াড। দ্রে রাসেল, নারিন(Sunil Narine) সহ ব্রাভোরা পৌঁছে গিয়েছেন। শোনাযাচ্ছে ডিকক(Quinton De Kock), নর্খিয়ারাও পৌঁছে যাবেন বৃহস্পতিবার কিংবা শুক্রবারের মধ্যেই।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের আশা শেষ। বাকি দুটো ম্যাচে জিতে নাইট রাইডার্স(KKR) যাত্রাটা শেষ করতে পারি কিনা সেটাই দেখার।

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version