Saturday, November 8, 2025

নাইট শিবিরে যোগ দিলেন রাসেল, নারিন-সহ ক্যারিবিয়ান ব্রিগেড

Date:

কেকেআর(KKR) সমর্থকদের স্বস্তি। বেঙ্গালুরুতে পৌঁছল নাইট রাইডার্সের ক্যারিবিয়ান ব্রিগেড। আগামী ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স(KKR)। তার আগে সকলের মুখে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। বিদেশিরা কবে আসবেন। এর মাঝেই নাইট শিবিরে সূত্রে জানা গিয়েছিল যে তাদের প্রত্যেক বিদেশিরাই আসছেন। ইতিমধ্যেই আন্দ্রে রাসেল(Andre Russell), সুনীল নারিন(Sunil Narine) সহ ব্রাভোরা(Dwayne Bravo) যোগ দিলেন কলকাতা নাইট রাইডার্স শিবিরে।

এবারের আইপিএলে(IPL) যদিও প্লেঅফে পৌঁছনোর সুযোগ শেষ হয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের(KKR)। হাতে রয়েছে আর দুটো ম্যাচ। কিন্তু এমন পরিস্থিতিতেই আইপিএল স্থগিত করে দিতে বাধ্য হয়েছিল বিসিসিআই(BCCI)। ভারত-পাক সীমান্তে অশান্তির চেহারা বড় নেওয়ার পরই এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বেশিরভাগ বিদেশি ক্রিকেটাররাও ফিরে গিয়েছিলেন।

সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার পরই ফের আইপিএল পূণরায় শুরু করার জন্য তোরজোড় শুরু করে দেয় বিসিসআই। এই ১৭ মে থেকেই শুরু হচ্ছে আইপিএল(IPL)। কিন্তু সেখানেই দেখা দিয়েছিল একটা সমস্যা। বিদেশি ক্রিকেটাররা আসবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। অনেক বিদেশি ক্রিকেটারই না আসার কথা জানিয়ে দিয়েছিলেন। বিশেষ করে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিদেশিদের নিয়ে সংশয় দেখা গিয়েছিল।

ক্যারিবিয়ান ক্রিকেটাররাও আসবেন কিনা তা নিয়েও চলছিল জোর জল্পনা। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নাইট রাইডার্স(KKR) শিবিরে যোগ দিতে ইতিমধ্যেই বেঙ্গালুরুতে পৌঁছে গিয়েছে তাদের ক্যরিবিয়ান স্কোয়াড। দ্রে রাসেল, নারিন(Sunil Narine) সহ ব্রাভোরা পৌঁছে গিয়েছেন। শোনাযাচ্ছে ডিকক(Quinton De Kock), নর্খিয়ারাও পৌঁছে যাবেন বৃহস্পতিবার কিংবা শুক্রবারের মধ্যেই।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের আশা শেষ। বাকি দুটো ম্যাচে জিতে নাইট রাইডার্স(KKR) যাত্রাটা শেষ করতে পারি কিনা সেটাই দেখার।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version