নামখানায় ডুবল বাংলাদেশি বার্জ! ক্রু সদস্যদের উদ্ধার করে পাঠানো হল কোয়ারেন্টাইন সেন্টারে

সুপার সাইক্লোন আমফানের ধ্বংসলীলায় ভেঙে তছনছ হয়ে যাওয়া জেটিতে ধাক্কা লেগে ডুবে গেল একটি বাংলাদেশি বার্জ। যদিও উদ্ধার করা হয়েছে ডুবন্ত বার্জের ১২ জন ক্রু সদস্যকে। আজ, সোমবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগণার নামখানার হাতানিয়া-দোয়ানিয়া নদীতে।

জানা গিয়েছে, ছাই ভর্তি বাংলাদেশি বার্জ এমভি প্রিয়াঙ্কা বজবজের দিক থেকে আসছিল। সেই সময় ভেঙে যাওয়া জেটিতে ধাক্কা মেরে ডুবতে থাকে বার্জটি। তৎক্ষনাৎ পুলিশের একটি বোট গিয়ে ক্রু সদস্যদের উদ্ধার করে প্রথমে নামখানা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাঁদের চন্দ্রনগর কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে।