Thursday, August 28, 2025

ঠান্ডা যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে আমেরিকা? চাঞ্চল্যকর অভিযোগ চিনের বিদেশমন্ত্রীর

Date:

করোনা সংক্রমণ, হংকং সহ একাধিক বিষয় নিয়ে বিতর্ক দানা বাঁধছে চিন এবং আমেরিকার মধ্যে। এবার এই নিয়ে ফের বিতর্ক তৈরি করলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। তাঁর অভিযোগ, চিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে ঠান্ডা যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে আমেরিকা।

চিন থেকে সারা বিশ্বে ছড়িয়েছে করোনা। যা নিয়ে বহুবার বেজিংকে কাঠগড়ায় তুলেছে ট্রাম্প প্রশাসন। এমনকী করোনা সংক্রমণ নিয়ে তদন্তের কথাও বলেছিল আমেরিকা। শুধু তাই না, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেজিংয়ের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার চিনের বিদেশমন্ত্রী বলেন, ‘‘আমরা দেখতে পাচ্ছি, আমেরিকায় কিছু রাজনৈতিক শক্তি চিন ও মার্কিন কূটনৈতিক সম্পর্ককে নষ্ট কর হচ্ছে। এই শক্তি দু’টি দেশকে ঠান্ডা যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।’’ তবে এক্ষেত্রে রাজনৈতিক শক্তি বলতে কোন শক্তি তা স্পষ্ট করেননি ওয়াং। ওয়াংয়ের অভিযোগ, “ভাইরাস ছাড়াও আমেরিকায় ছড়িয়ে পড়েছে কিছু রাজনৈতিক ভাইরাস। ওই ভাইরাসটি চিনকে আক্রমণ করা ও সমালোচনা করার প্রতিটি সুযোগকে কাজে লাগাচ্ছে। কিছু রাজনৈতিক নেতা চিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’’

তবে ঠান্ডা যুদ্ধের বিষয় টেনে আনা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এদিকে হংকংয়ে নিজেদের আধিপত্য বিস্তার করতে পার্লামেন্টে নতুন জাতীয় নিরাপত্তা আইনের একটি খসড়া প্রস্তাব পেশ করেছে চিন। তা নিয়ে বিক্ষোভ হয় হংকং জুড়ে।
সার্বভৌমত্ব ও স্বায়ত্তশাসনের দাবি জানান বাসিন্দারা। চলতি বছর জানুয়ারিতে চিনের সঙ্গে বাণিজ্য চুক্তি সই করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সে সময় চিনা প্রেসিডেন্ট শি চিনফিংয়ের প্রশংসাও করেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু করোনা পরিস্থিতি এবং হংকং নিয়ে চিনের অবস্থানে চিড় ধরেছে মার্কিন – চিন সম্পর্কে।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version