করোনা মুক্ত নয় উত্তর-পূর্ব, সিকিমের পর এবার নাগাল্যান্ডেও করোনার থাবা!

সিকিমের পর এবার উত্তর-পূর্বের নাগাল্যান্ডেও করোনাভাইরাসে আক্রান্তের হদিশ মিললো। আজ, সোমবার নাগাল্যান্ড রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, চেন্নাই থেকে ফেরা দুই ব্যক্তি এবং এক মহিলার শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে একজন আবার উপসর্গহীন।

উল্লেখ্য, সিকিমের মতোই এতদিন পর্যন্ত নাগাল্যান্ডে কোনও করোনার সংক্রমণ ছিল না। এবার এই রাজ্যেও করোনা থাবা বসানোয় মারণ ভাইরাস কোভিড-১৯ মুক্ত রইল না উত্তর-পূর্বের একটি রাজ্যও। এখনও পর্যন্ত একমাত্র লাক্ষাদ্বীপেই কোনও করোনা রোগীর সন্ধান মেলেনি। যদিও ১২ এপ্রিল ডিমাপুরের এক ব্যবসায়ীকে নাগাল্যান্ড থেকে অ্যাম্বুলেন্সে করে গুয়াহাটি মেডিক্যাল কলেজে ভর্তি করালে তাঁর শরীরে কোভিড-১৯ মেলে। কিন্তু নাগাল্যান্ড সরকার তাদের তালিকায় ওই ব্যক্তিকে রাখেনি।

এক্ষেত্রে তাদের যুক্তি ছিল, অসম সরকারের করোনা আক্রান্তের তালিকায় ওই ব্যক্তির উল্লেখ রয়েছে। যদিও অসম সরকারও ওই আক্রান্তের হিসেব তাদের তালিকায় রাখেনি বলে জানা যায়।