অন্যরকম ঈদ-উল-ফিতর উদযাপন কোচবিহারে

ঈদ শব্দের অর্থ আনন্দ আর মোবারক মানে কল্যাণময়। ঈদ মানে স্বজন আর বন্ধুদের মিলনমেলা, হৈ-হুল্লোড়, ঘুরে বেড়ানো। ঈদ মানে কোলাকুলি, করমর্দন। ঈদ মানে গ্রামে গিয়ে মা-বাবা, ভাই বোনদের সঙ্গে একত্র হওয়া। নতুন জামাকাপড় পরা। কিন্তু এবার সেই অনাবিল আনন্দের আবহ নেই মারণ ভাইরাস করোনার কারণে। খুশির জোয়ারও নেই। তবে আছে ঈদের শুভেচ্ছা বিনিময়।

২০২০-র পবিত্র ঈদ-উল-ফিতর এক ব্যতিক্রমীভাবে উদযাপন করা হচ্ছে।
এবারের ঈদের স্লোগান, কোলাকুলি-করমর্দন বর্জন করুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। সব কিছুর পর এই কঠিন সত্যকে উপলব্ধি করতে হবে, আবেগ ধরে রাখতে হবে নিরাপদ থাকতে হবে। কারণটা সকলেরই জানা এখন প্রয়োজন একটু সচেতনতা।