ফের মানবিক যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে গৃহহীন-ক্ষতিগ্রস্ত অসহায় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পাশে দাঁড়াল যাদবপুর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি “জুটা”র মাধ্যমে সরাসরি ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের আর্থিক সাহায্য করা হচ্ছে বলে জানা গিয়েছে। আমফান ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে একটি পৃথক তহবিল। এখনও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। ফলে যাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনলাইন পেমেন্ট, পেটিএম, গুগল পে’র মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে। প্রথম দফায় এই পড়ুয়াদের ১০০০ টাকা দেওয়া হচ্ছে।

একইসঙ্গে জুটা’র পক্ষ থেকে উপাচার্য সুরঞ্জন দাসের কাছে আবেদন করা হয়েছে, আমফানে ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের কাছ থেকে যেন এক বছর ফি এবং হস্টেলে থাকার খরচ না নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, জুটা’র সেই আবেদনে সাড়া দিয়ে এই পড়ুয়াদের এক বছরের ফি এবং হস্টেলে থাকার খরচ মকুব করার কথা ভাবছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
