Monday, August 25, 2025

চলতি মাসেই চতুর্থ দফা লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে। অর্থনৈতিক কাজকর্মের স্বার্থেই বিধিনিষেধের কড়াকড়ি শিথিল করতে হচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এরপরই ভারতে করোনা সংক্রমণের সবচেয়ে খারাপ সময় আসতে চলেছে, যা শুরু হয়ে যাবে জুন মাস থেকেই। লকডাউন চলাকালীন মে মাসের শেষ পর্যায়ে এখনই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে। গত চারদিনে এই সংখ্যাটা বেড়েছে ২৬৪৮৬। আর এই রেকর্ড বৃদ্ধিতেই বিশ্বের প্রথম ১০ করোনা আক্রান্তের তালিকায় ঢুকে পড়েছে ভারত। কিন্তু আগামী কয়েক দিন এই আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। জুন মাসে ভারতে সংক্রমণের সবথেকে খারাপ সময় আসতে চলেছে বলেও আশঙ্কা করছেন তাঁরা।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত চার দিনে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়েছে দেশে। শুক্রবার আক্রান্ত বেড়েছিল ৬০৮৮। শনিবার তা হয় ৬৬৫৪। রবিবার করোনা আক্রান্ত বাড়ে ৬৭৬৭। আর সোমবার এই আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬৯৭৭। অর্থাৎ সব মিলিয়ে ২৬৪৮৬। তার জেরে এখনও পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ১,৩১,৮৪৫।

বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন শিথিল হওয়ার পরই সবচেয়ে স্পর্শকাতর সময় শুরু হবে। স্বাভাবিক নিয়মেই সংক্রমণ বাড়বে ব্যাপক হারে। ইউরোপের দেশগুলি তো বটেই, ইরান, দক্ষিণ কোরিয়া, চিন, সিঙ্গাপুর সর্বত্র একই চিত্র। ফলে ভারতের পক্ষেও জুন-জুলাই মাসটা করোনা সংক্রমণের নিরিখে বড় বিপর্যয়ের বার্তা আনতে চলেছে বলেই আগাম অনুমান স্বাস্থ্য বিশেষজ্ঞদের। তাই সমস্ত মানুষের কাছে স্বাস্থ্য সুরক্ষা বিধি ও সতর্কতা কঠোরভাবে মেনে চলার কথা বলছেন তাঁরা।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version