Wednesday, November 12, 2025

এখনই বিমান পরিষেবাতে নারাজ মহারাষ্ট্র, লকডাউন বাড়ানোর ইঙ্গিত সরকারের

Date:

করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চতুর্থ দফায় চলছে লকডাউন। এরইমধ্যে ২৫ মে থেকে অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে মহারাষ্ট্র সরকার। সংশ্লিষ্ট রাজ্য সরকার ইঙ্গিত দিয়েছে, যে হারে সংক্রমণ বাড়ছে তাতে বাড়বে লকডাউনের মেয়াদ।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানান, মহামারি পরিস্থিতিতে মহারাষ্ট্রে বিমান পরিষেবা চালু করা যাবে না। ৩১ মে-র পর লকডাউন বাড়বে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
রবিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “ বিমান পরিষেবা
চালু করা প্রয়োজন সেটা বুঝতে পারছি। তবে আমাদের তৈরি হতে আরও সময় লাগবে। এবিষয়ে অসামরিক বিমানমন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে কথা হয়েছে।” বর্তমানে রাজ্যে শুধুমাত্র বিশেষ বিমান চলবে বলে জানিয়েছেন তিনি। আগামী ১৫ দিন মহারাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন মুখ্যমন্ত্রী। এদিন ঠাকরে স্পষ্ট করে জানিয়েছেন, দফায় দফায় লকডাউন উঠবে মহারাষ্ট্রে। তিনি বলেন, “ধীরে ধীরে লকডাউন শিথিল করা হবে। কারণ ভাইরাসের পাশাপাশি অর্থনৈতিক বিষয়টা মাথায় রাখতে হবে। আর্থিক প্যাকেজের ঘোষণা আমরা পরে করব।”

প্রসঙ্গত, বিমান পরিষেবা চালু নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের পরে বিরোধিতা করেছে মহারাষ্ট্র। জানা গিয়েছে, বিমানবন্দরে বিমান অবতরণের পর যাত্রীদের বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে পারে। একইভাবে কেউ মহারাষ্ট্র থেকে কেউ বিমান বন্দরে ঢুকতে পারবে না। ফলে ব্যাহত হবে পরিষেবা।

Related articles

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...
Exit mobile version