Friday, November 14, 2025

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা বাংলায় সর্বাধিক, হঠাৎ কেন এমন বৃদ্ধি

Date:

করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে দেশে। সঙ্গে পাল্লা দিয়ে কোভিড পজিটিভের সংখ্যা বাড়ছে রাজ্যেও। রবিবার বঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা সর্বাধিক। প্রশাসনের আশঙ্কাই হল সত্যি। এদিন নতুন করে ২০৮ জনের শরীরে ধরা পড়েছে কোভিড ১৯। যা একদিনে এখনও পর্যন্ত সর্বাধিক।

রবিবার ৯২১৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ। হঠাৎ করে একদিনে ২০৮ জনের শরীরে ধরা পড়েছে। এই প্রসঙ্গে স্বাস্থ্য দফতরের এক কর্তা জানিয়েছেন, সবচেয়ে বেশি সংখ্যায় টেস্ট হয়েছে বলে আরও বেশি কোভিড পজিটিভ রোগীর সন্ধান মিলেছে। কিন্তু সেটাই একমাত্র কারণ নয়। ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গে ফিরছেন। তাঁদের অনেকের মধ্যেই রয়েছে কোভিডের উপসর্গ। এঁদের কারণেই করোনা পজিটিভের সংখ্যা হঠাৎ বেড়ে গেল বলে মনে করা হচ্ছে।

উত্তর দিনাজপুরে ছিল ৩৩ জন করোনা আক্রান্ত। গত চব্বিশ ঘন্টায় নতুন ১৩ জন কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে সেখানে। মালদহে করোনা আক্রান্তের সংখ্যা ৮২। এর মধ্যে ৩১ জন কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে রবিবার। রবিবার নতুন ৯ জন কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে মুর্শিদাবাদে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা এখন ৪৪। হাওড়ায় করোনা আক্রান্তের সংখ্যাও এখন অনেকটাই বেড়ে গিয়েছে। রবিবার সেখানে নতুন করে ৪৮ জন পজিটিভ পাওয়া গিয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৯। তবে কলকাতায় আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি। রবিবারও শহরে নতুন ৫২ জন কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে। ফলে কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৬৭। তবে গত চব্বিশ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কম। তিন জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট ২৭২ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

Related articles

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...
Exit mobile version