করোনায় কনস্টেবলের মৃত্যু, থানা ভাঙচুর করল পুলিশই!

উত্তপ্ত গড়ফা থানা। ভাঙচুর করা হলো অফিস। তবে ভাঙচুর করলেন পুলিশ কর্মীরাই। চেয়ার, টেবিল, জিনিসপত্র ভাঙচুর করা হল সোমবার দুপুরে। কেন? জানা গিয়েছে, গড়ফা থানার এক কনস্টেবলের করোনায় মৃত্যু হয় সোমবার। মৃত্যুর পরেই থানার পুলিশকর্মী ও তাদের পরিজনেরা থানা ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন, পরে ভাঙচুরও করেন। তাদের অভিযোগ, মৃত পুলিশকর্মী যথাযথ চিকিৎসা পাননি। যথাযথ চিকিৎসা পেলে হয়তো তাঁর মৃত্যু হতো না। আর তার জেরেই শুরু হয় অসন্তোষ । পুলিশ কর্মীরা সাদা পোশাকে ছিলেন। ভাঙচুরের খবর পেয়ে ছুটে আসেন ডিসি। দেখা যায় পুলিশকর্মীরা ভাঙা চেয়ার ও টেবিল, জিনিসপত্র সরাচ্ছেন। থানার তরফে মুখ খোলা না হলেও অসমর্থিত সূত্রে খবর ওই থানার আরও ৫-৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।