গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দক্ষিণ দিনাজপুরের তপন-এর বিডিও মক্তাম তামাং-এর। তাঁর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার সোশ্যাল সাইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই মৃত্যুতে তিনি হতবাক।

মৃত সরকারি আধিকারিকের পরিবারকে সমবেদনাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি জানিয়েছেন, জীবনের ঝুঁকি নিয়ে বহু সরকারি আধিকারিক, কর্মী পরিশ্রম করে চলেছেন।
