Thursday, August 28, 2025

এবার করোনায় মৃত্যু হলো দিল্লি AIIMS-এর সাফাইকর্মী-সুপারের, গাফিলতির অভিযোগ

Date:

করোনা-যুদ্ধে শেষ পর্যন্ত হেরেই গেলেন দিল্লির AIIMS-এর সিনিয়র স্যানিটাইজেশন সুপারভাইজার বা সাফাইকর্মীদের সুপার হিরা লাল৷ দিল্লিতে করোনা প্রকোপ ছড়িয়ে পড়ার পর থেকে একদিনও ছুটি নেননি এই হিরা লাল৷ গত মঙ্গলবার করোনা সংক্রমণ ধরা পড়েছিল তাঁর৷

হাসপাতাল সূত্রের খবর, সব সময় হাসিখুশিতে থাকা হিরা লাল হাসপাতালে জীবাণু বিনাশ করা, পরিষ্কার করার পাশাপাশি ওয়ার্ড বয় হিসেবেও কাজ করতেন৷ মাত্র এক সপ্তাহ আগে হিরা লালের শরীরে করোনা সংক্রমণের উপসর্গ দেখা দেয়৷ এক সপ্তাহের মধ্যেই মৃত্যু হলো তাঁর৷ AIIMS-এর SC-ST অ্যাসোসিয়েশনের সভাপতি কুলদীপ সিং হিরা লালের চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে বলেছেন, “হিরা লাল নিজে হাসপাতাল পরিষ্কারের দিকে খেয়াল রাখতেন৷ অথচ তাঁকে ন্যূনতম কোনও সুরক্ষা আবরণ পর্যন্ত দেওয়া হয়নি হাসপাতাল থেকে৷ হিরা লাল অসুস্থ হওয়ার প্রথমে তাঁর শুধুমাত্র রক্তপরীক্ষা করায় হাসপাতাল কর্তৃপক্ষ৷ অসুস্থ হওয়ার পর প্রথমে চিকিৎসকরা হিরা লালকে বাড়ি গিয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ নেন৷ অবস্থার অবনতি হলে ফের তাঁকে হাসপাতালে আসতে বলা হয়৷ এর দু’ দিন পর আচমকা হিরা লালের শারীরিক অবস্থার অনেকটাই অবনতি হয়৷ তখন তাঁকে AIIMS-এর জরুরি বিভাগে নিয়ে আসা হয়৷ তাঁর শারীরিক অবস্থা এতটাই খারাপ যে হিরা লালকে ভেন্টিলেশনে রাখতে হয়৷ হিরা লালের চিকিৎসা নিয়ে প্রশ্ন উঠছে”৷
জাতীয় এক সংবাদমাধ্যম বলছে, AIIMS-এর বহু চিকিৎসকও হিরা লালকে চিনতেন৷ নিজের কর্তব্যের প্রতি তিনি এতটাই সচেতন ছিলেন যে করোনা সংক্রমণ ছড়ানোর পর কাজ থেকে একদিনও ছুটি নেননি৷ হিরা লালের মৃত্যুতে দেশের হাসপাতালগুলিতে কর্মরত হাজার হাজার সাফাইকর্মীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version