করোনাভাইরাসের ত্রাস ছড়িয়েছে পৃথিবীজুড়ে। মারণ ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে লক ডাউন। এই লকডাউনের ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ। এবার তাঁদের জন্য বিনা পয়সার হাটের উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার হুগলির চুঁচুড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বসল বিনা পয়সার হাট। এই হাট থেকে রান্নার জন্য শাকসবজি নিয়েছেন সাধারণ মানুষ। সামাজিক দূরত্ব বজায় রেখে এলাকার মানুষ হাটে কেনাকাটা করেন। তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি শিবু সরকারের নেতৃত্বে এদিন হাট বসে। উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার।
